শফিক আল কামাল : “শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা” প্রতিপাদ্য নিয়ে পাবনার ঈশ^রদী উপজেলার মানিকনগরে আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে’র ৪র্থ ধাপের প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
শনিবার (২১ অক্টোবর ২০২৩ খ্রি.) বেলা ১১ টায় আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে’র ৪র্থ ধাপের প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়মীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.স. ম. আব্দুর রহিম পাকন।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে তার বক্তব্যে বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে স্বদেশপ্রেম, আন্তরিকতা ও নিষ্ঠার সাথে আইন শৃঙ্খলা রক্ষায় তোমাদের নিজেকে নিবেদিত করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন মহল যেন ষড়যন্ত্র ও নাশকতার মাধ্যমে দেশে অস্থিতিশীল করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা মার্কাকে বিপুল ভোটে বিজয় করে পুনরায় ক্ষমতায় আনার আহবান জানান।
এছাড়াও বীর মুক্তিযোদ্ধা আ.স. ম. আব্দুর রহিম পাকন শিক্ষার্থীদের উদ্দেশ্যে রণাঙ্গনে স্বসস্ত্র সম্মুখ যুদ্ধের গল্প শোনান। এ সময় উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কর্মকর্তা মোছা. জেসমিন সুলতানা। ১৬৪ দিন ব্যাপী ৪র্থ ধাপের এই প্রশিক্ষণ কার্যক্রমে মোট ৪৫ জন শিক্ষার্থী অংশ নেয়।