হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে পাবনায় অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতি সভা। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ মফিজুল ইসলামের সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন সেনাবাহিনীর মেজর মোহাম্মদ শফিকুল ইসলাম রুবেল, পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন সহ জেলা প্রশাসন ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: শহীদুল্লাহ দেওয়ান, পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাস ভদ্র সহ হিন্দু নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শরীফ আহম্মেদ। সভায় জানানো হয়, এবার পাবনা জেলার ৯টি উপজেলায় ৩২৮ টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি পূজা মন্ডপে আইনশৃঙ্খলা রক্ষায় তিন স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হবে।