ভ্রাম্যমান প্রতিণীধিঃ
০৩ অক্টোবর ২০২৪ খ্রীঃ বৃহস্পতিবার ঢাকা-পাবনা মহাসড়কের চর চিনাখড়া সাবেক ইটেরভাটা / আশ্রয় কেন্দ্র মোড় সংলগ্ন স্থানে সকাল ০৭ ঘটিকার সময় দুর্ঘটনাটি ঘটে । পাবনা হতে ঢাকা গামী সি লাইন ( নং ১৪-৮৬৫০) এবং ঢাকা থেকে ছেরে আসা পাবনা গামী বাংলা স্টার কোচের মুখোমুখি ভয়াবহ দূর্ঘটনাটা ঘটে তবে দুর্ঘটনার মুহুর্তে জান মালের কোন ক্ষয়ক্ষতি এবং একজন বনরুটি সাপ্লাইয়ার ভ্যান চালোক ম.আকব্বর আলী মিয়া ( ৫০ ) পিতা মৃত জুলমত মিয়া গ্রাম- আলাদীপুর,ডাকঘর- গোবিন্দপুর,আমিনপুর,পাবনা এর পরিচয় ছাড়া প্রতিবেদন লেখার সময় পর্যন্ত আর কারোই পরিচয় পাওয়া যায় নি তবে গুরুতর আহত কয়েক জনকে পাবনা সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদোর্শিরা জানান এই স্থানে অনেক বড়ো মোর থাকায়, সড়ক দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, প্রায়াসই এখানে দুর্ঘটনায় অনেক গাড়ির ক্ষতি এবং মানুষের জানমালের ক্ষতি হয়েছে।
এলাকার সুধী জনেরা বলেন, এতো বড়ো মরে অতি দ্রুত বদনপুর কবরস্থান থেকে সাবেক এটিও সামসুর রহমান এর বাড়ি পর্যন্ত রাস্তার উপরে ডিভাইডার প্রস্তুত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছেন।