শফিক আল কামাল : মহান স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করে পাবনা জেলা পরিষদ।
রবিবার (১৭ মার্চ ২০২৪ খ্রি.) দুপুর আড়াইটায় পাবনা জেলা পরিষদের রশিদ হলে চিত্রাঙ্কন, হাতের লেখা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.স.ম. আব্দুর রহিম পাকন। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে জেলা পরিষদের সদনপত্র, স্কুল ব্যাগ ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পাবনা জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম সোহেল ও আইরিন কিবরিয়া কেকা। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারি, বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষক-শিক্ষার্থী ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।
শনিবার (১৬ মার্চ-২০২৪ খ্রি.) সকাল সাড়ে ৯টায় পাবনা জেলা পরিষদ আয়োজিত চিত্রাঙ্কন, হাতের লেখা ও রচনা প্রতিযোগিতায় পাবনার বিভিন্ন স্কুলের প্রায় ২৫০ জন শিক্ষার্থী অংশ নিয়েছিলো।