ভাঙ্গুড়া প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলা আঃলীগের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে অসুস্থ ব্যক্তিদের মধ্যে প্রাপ্ত অর্থের চেক বিতরণ করেন, প্রধান অতিথি পাবনা-৩ এর মাননীয় সংসদ সদস্য,ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন।
তিনি তাঁর বক্তব্যে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে বলেন, বর্তমান সরকারের ছোঁয়া দেশের সর্বস্তরে দৃশ্যমান। গ্রামীণ রাস্তা-ঘাট,কালভার্ট ব্রীজ, শিক্ষা,স্বাস্থ্য বিভিন্ন পর্যায়ে অভূত পূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। নিজ অর্থায়নের পদ্মা সেতু নির্মাণ বিভিন্ন মেগাপ্রকল্প সরকার উন্নয়ন করেছেন। মাঠ পর্যায়ে যুবযুবতির প্রশিক্ষণ দিয়ে যুবঋণ, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, বঙ্গবন্ধু ট্রানেল নির্মাণ,ভূর্তকি মুল্যে সাধারণ মানুষের মাঝে টিসিবি পণ্য বিতরণ। তাছাড়া গৃহহীনদের ঘর ও জমি প্রদান, গ্রামের মা ও বোনদের প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করার জন্য সেলাই মেশিন প্রদান করছেন।
সোমবার (৬নভেম্বর) সকাল ১১টার দিকে ভাঙ্গুড়া বাজারস্থ উপজেলা আঃলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আঃলীগের সভাপতি মোঃ লোকমান হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা আঃলীগের যুগ্মসাধারণ সম্পাদক মোঃ ইমরান হাসান আরিফের পরিচালনায় এ সময় সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বক্তব্য দেন, উপজেলা আঃলীগের সিঃসভাপতি মোঃ জাকির হোসেন ছবি, উপজেলা আঃলীগ সহ-সভাপতি ও জেলাপরিষদ সদস্য আলহাজ্ব মোঃ আসলাম আলী, উপজেলা আঃলীগের সহ-সভাপতি অধ্যক্ষ সাইদুল ইসলাম, উপজেলা আঃলীগের যুগ্মসাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম হাফিজ রঞ্জু, চেয়ারম্যানদের মধ্য অষ্টমনিষা ইউপি চেয়ারম্যান মোছাঃ সুলতানা জাহান বকুল, খানমরিচ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোঃ আসাদুজ্জামান আসাদ, পার-ভাঙ্গুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসলাম আলী মোল্লা, পার, ভাঙ্গুড়া ইউপি আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ মজনুর রহমান, দৈনিক কালের কন্ঠের উপজেলা প্রতিনিধি মোঃ মাসুদ রানা প্রমুখ। অনুষ্ঠানে ১৭জন অসুস্থ ব্যক্তিদের ৮লাখ ৪০ হাজার টাকার চেক প্রদান করেন।