এম এ আলিম রিপন
বিশেষ ক্ষমতা আইনে পাবনার সুজানগর উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টুকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার রাতে পৌরসভার মানিকদীর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। থানা সূত্রে জানা গেছে, গোপন বৈঠকে রাষ্ট্রবিরোধী কর্মকান্ড পরিচালনা এবং জননিরাপত্তা বিঘিœত করার লক্ষ্যে ও নির্বাচিত সরকারকে উৎখাতের চেষ্টার পরিকল্পনা করা হয়। এমন অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে তাঁর বিরুদ্ধে মামলা করে পুলিশ। এরপর সুজানগর উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টুকে গ্রেফতার করা হয়। এদিকে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাজনৈতিক মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দাবি করে পুলিশের হাতে গ্রেফতার উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টুর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও পাবনা-২ আসনের সংসদ সদস্য এ.কে.এম সেলিম রেজা হাবিব।