আটঘরিয়া প্রতিনিধিঃ চতুর্থ পি.ই.ডি.পি প্রকল্পের আওতায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বাংলা বিষয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আটঘরিয়ার ১৬০ জন প্রাথমিক শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৩ নভেম্বর থেকে ৬ দিনব্যাপী প্রতি ব্যাচে ৩০ জন করে শিক্ষকের বাংলা বিষয়ে প্রশিক্ষণ আটঘরিয়া উপজেলা রিসোর্ট সেন্টারে অনুষ্ঠিত হবে এবং চলবে ৩১ মে পর্যন্ত। প্রাতমিক শিক্ষা বিবাগের প্রশিক্ষণ বিভাগ থেকে ১৭ অক্টোবর জারিকৃত এক নির্দেশনায় এ তথ্য জানা গেছে।
জানা গেছে আটঘরিয়া উপজেলার ৭৬ টি প্রাথমিক বিদ্যালয় ও শিশু কল্যাণ ট্রাস্টের পরিচালিত প্রায় ১৬০ জন শিক্ষককে বাংলা বিষয় দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষণ দেওয়া হবে। উল্লেখ্য, প্রত্যেক বিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে যারা বাংলা পড়ান এমন শিক্ষকদের অগ্রাধিকার দিয়ে প্রত্যেক বিদ্যালয় থেকে দুই জন শিক্ষককে এই প্রশিক্ষণ দেয়ায়া হবে। প্রতি ব্যাচে থাকবে ৩০ জন করে শিক্ষক এবং ইতিপূর্বে বাংলা বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত মাস্টার ট্রেইনারগণ প্রশিক্ষণ পরিচালনা করবেন। তারা বাংলা বিষয়ে প্রশিক্ষণ ম্যানুয়েল ও শিক্ষক প্রশিক্ষণ সহায়ক তথ্য পুস্তিকার আলোকে এই প্রশিক্ষণ পরিচালনা করবেন।