এম এ আলিম রিপন ঃ সুজানগর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ¦ মো.আব্দুল ওহাব বলেছেন, প্রাথমিক পর্যায়ে যথার্থ শিক্ষা নিশ্চিতকরণের মাধ্যমে শিশুদের সার্বিক দিক দিয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তাতেই এগিয়ে যাবে দেশ, এগিয়ে যাবে আমাদের ভবিষ্যৎ। গড়ে উঠবে বঙ্গবন্ধুর সোনার বাংলা। মঙ্গলবার বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সুজানগর উপজেলা শাখার আয়োজনে তাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, তথ্য প্রযুক্তিকে সঠিকভাবে কাজে লাগিয়ে শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে হবে। প্রাথমিক শিক্ষায় সকল ঘাটতি পূরণ করে কোমলমতি শিশুদের আদর্শ ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তলতে হবে। শিক্ষকদের সঠিকভাবে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে। বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তনের মাধ্যমে অভূতপূর্ব উন্নতি সাধনে সক্ষম হয়েছে জানিয়ে সংবর্ধিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল ওহাব তিনি তার বক্তব্যে বলেন, শিশুরাই আগামীর ভবিষ্যৎ। আর শিশুদের ওপরই জাতির ভবিষ্যৎ নির্ভর করছে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের উন্নয়নে অনেক উদ্যোগ গ্রহণ করেছিলেন। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শিশুদের অধিকার সুরক্ষায় এবং একই সঙ্গে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সুজানগর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও ক্ষেতুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা পরিষদের সদস্য আহমেদ ফররুখ কবির বাবু, উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজী আবুল কালাম আজাদ এবং বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ও মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সুজানগর উপজেলা শাখার সভাপতি ও মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন। অন্যদের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সুজানগর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও ভাটিকয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম টুকু, প্রধান শিক্ষক সৈয়দ শরিফুল আজম, জালাল উদ্দিন,সুবর্না কাঁকন, জনাব আলী,সহকারী শিক্ষকদের মধ্যে চঞ্চল কুমার ও হারুন শেখ প্রমুখ।