সাঁথিয়া প্রতিনিধিঃ সাঁথিয়ার আতাইকুলায় পুকুরে বিষ প্রয়োগে মাছ মারার অভিযোগ। লক্ষাধীক টাকার মাছের ক্ষতি হয়েছে খামারির। থানায় অভিযোগ দায়ের করেছে খামারি। ঘটনাটি গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার গাঙ্গহাটি গ্রামের ইউপি সদস্য আকতার হোসেনের পুকুরে। অভিযোগ সুত্রে জানায়ায়, গাঙ্গুহাটি গ্রামের ইউপি সদস্য আকতার হোসেনের বিলের মধ্যে তিনটি পুকুর আছে। সেখানে মাছের চাষ করেন তিনি। বামনডাঙ্গা গ্রামের নবাব আলি ও সোহেল আকতারের তিনটি পুকুর মাত্র ১২০০০ টাকায় লীজ দিতে বলে। তিনি লীজ না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে গত শুক্রবার গভীর রাতে তিনটি টুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলে। এতে তার অনেক টাকার ক্ষতি হয়েছে। আকতার আরো জানান পিকিরে বিষ দেয়ার কথা বললে নবাব ও সোহেল বিভিন্ন হুমকি ধামকি ও গালি গালাজ করে। তিনি এ বিষয়ে আতাইকুলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আতাইকুলা থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।