আইএনএস : পাবনার হিমায়েতপুর ইউনিয়নের চরবাঙ্গাবাড়ীয়ায় ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধের দাবীতে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচী পালনসহ পাবনা জেলা প্রশাসকের মাধ্যমে ভ’মিমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে।
বৃহস্পাতিবার সকাল ১০ টায় এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচী পালন শেষে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে উল্লেক করা হয়েছে, পাবনা সদর উপজেলার হিমায়েতপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম খান চরবাঙ্গাবাড়ীয়া গ্রামে ড্রেজার মেশিন দিয়ে ব্যক্তি মালিকানাধীন জমি থেকে বালু উত্তোলন করায় শতাধীক বিঘা ফসলী জমি, ফলের বাগান এবং আশপাশের বসত বাড়ি ভাঙ্গনের কবলে পড়ার আশঙ্খা দেখা দিয়েছে। এছাড়াও অব্যাহতভাবে বিপুল পরিমান বালু উত্তোলন করায় পানির স্তর নিচে নেমে যাওয়ায় টিউবওয়েল থেকে পানি পাওয়া যাচ্ছে না। ফলে গ্রামবাসীর মধ্যে জনদুর্ভোগ সৃষ্টির আতঙ্ক বিরাজ করছে। স্মারকলিপিতে সড়োজমিন তদন্তপূর্বক জরুরী ভিত্তিতে বালু উত্তোলন বন্ধের দাবী জানান এলাকাবাসী। এসময় উপস্থিত ছিলেন, গ্রামের নূর ইসলাম প্রাং, তোতা প্রাং, খায়রুল প্রাং, মজনু বিশ্বাস,মুকুল বিশ্বাস, আব্দুল করিম প্রাং, মুনসুর প্রাংসহ গ্রামের শতশত নারী-পুরুষ। এ ব্যাপারে হিমায়েতপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খানের সাথে যোগাযোগ করে বিষয়টি জানতে চাওয়া হলে তিনি, বার্তা সংস্থা আইএনএস কে বলেন, যে স্থানে বালু উত্তোলনের অবিযোগ করা হচ্ছে, তা ইঠক নয়। ওই স্থানে ১৫ বছর আগের খনন করা পুকুর ঝালাই করে পার বাঁধা হচ্ছে এবং পার্শ্ববর্তী আর একটি পুকুর ভরাট করা হবে। তিনি বলেন, পুরনো পুর ঝালাইয়ের কারণে কারো বাড়ি, ফলের বাগান ভাঙ্গন বা টিউবওয়েলে পানি না পাওয়ার কোনো সম্পর্ক নেই। এ ছাড়াও বালু বিক্রয়ের জন্য উত্তোলন ও পরিবহণ করা হচ্ছে না বলে দাবী করেন তিনি।
পাবনার চরবাঙ্গাবাড়ীয়ায় বালু উত্তোলন বন্ধের দাবীতে মানবন্ধন ও স্মরকলিপি প্রদান
পাবনা সদর
2 Mins Read
এই সম্পর্কিত আরো খবর পড়ুন
Add A Comment