পাবনায় সার্বজনিন পেনশন স্কিমে জনগণকে অবহিত সম্পৃক্তকরণের লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুওে পাবনা জেলা প্রশাসনের আয়োজনে জলা প্রশাসনের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয় ।
সভায় বক্তারা বলেন, সার্বজনিন পেনশন সম্পর্কে মানুষ এখনও সচেতন নয় তাই মানুষকে সচেতন করতে সবাইকে কাজ করতে হবে।
জেলা প্রশাসক মু. আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহি কর্মকর্তা মো. অতুল মন্ডল, জেলা কৃষি সম্প্রসারণের উপপরিচালক মো. জামাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহমেদ, এএসপি আরজুমা , পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সংবাদ পত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, সদও হাসপাতালের সিনিয়র কনসালটেন্স আকসাদ আল মাসুর আনন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুস সাদাত, সরকারী এডওয়ার্ড কলেজের অধ্যাপক রফিকুল ইসলাম,ফরিদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান মন্ডল, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ, গনপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আতিকুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা রোস্তম আলী হেলালী, জেলা প্রাথমিক কর্মকর্তা সিদ্দিক মো. ইউসুব রেজা, জেলা খাদ্য কর্মকর্তা মো. হাসান আল নাঈম, পাসপোর্ট এডি মাজহারুল ইসলাম, জেল সুপার নসির উদ্দিন প্রধান, জেলা মৎস কর্মকর্তা আবুল কালাম আজাদ, এডি বিএডিসি(বীজ) রফিকুল ইসলাম, সিনিয়র তথ্য কর্মতকর্তা মো. সামিউল আলম, বিসিকের ডিজিএম রফিকুল ইসলাম প্রমূখ।