রফিকুল ইসলাম সুইট : পাবনার ঈশ্বরদী উপজেলায় রাস্তার পাশের জায়গা দখলমুক্ত করে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেছে সড়ক ও জনপথ বিভাগ। বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ঈশ্বরদী পৌর সদরের আলহাজ্ব মোড় থেকে আলোবাগ মো পর্যন্ত গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, পাবনা সড়ক ও জনপদ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সমীরণ রায়, নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ, উপ-বিভাগীয় প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস, ঈশ্বরদী পৌরসভার মেয়র ইসহাক আলী মালিথা।
রাস্তার পাশের অবৈধ দখলমুক্ত ৩৫০ মিটার জায়গা পরিষ্কার করে সাত শতাধিক ফুল, ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয়। শেষে দোয়া ও মিষ্টি বিতরণ করা হয়।