এস এম আলম: বাংলাদেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টিজনিত শিশুমৃত্যু প্রতিরোধে আগামী ০১ জুন সারা দেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন করা হবে। এবারের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে পাবনা জেলায় ৪ লাখ ২১ হাজার ০৪৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাবনা সিভিল সার্জন সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান কর্মকর্তারা। সম্মেলনে জানানো হয়, ০১ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পাবনা জেলায় ১ হাজার ৯৩০টি টিকাদান কেন্দ্রে ৪ লাখ ২১ হাজার ৪৮শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৫১ হাজার ৪৯২ জন শিশুকে নীল ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী তিন লাখ ৬৯ হাজার ৫৫৬ জন শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে। পাবনার সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান এর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ খায়রুল কবির, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সেক্রেটারি সৈকত আফরোজ আসাদ, ডা: জান্নাতুল ফেরদৌস বৈশাখী , ইউএইচেফপিও সদর পাবনা প্রমুখ।