“ স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ ” এই প্রতিপাদ্যে পাবনায় বিশ^ হাত ধোয়া দিবস ২০২৪ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় পাবনা জেলা প্রশাসন কার্যালয় থেকে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক মো. মফিজুল ইসলাম এর নেতৃত্বে র্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসনের কার্যালয় গিয়ে শেষ হয়। র্যালী শেষে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে সঠিক প্রক্রিযায় হাতধোয়ার প্রক্রিয়া দেখানো হয়। এরপর জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে আলোচনা সভায় মুল প্রবন্ধ উপাস্থাপন করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আতিকুল ইসলাম।
জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক মোহম্মদ মফিজুল ইসলাম এর সভাপতিত্বে এসব কর্মসুচীতে অংশ গ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহমেদ, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, ডেপুটি সিভিল সার্জন ডা. খায়রুল কবির, পাবনা পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. দুলাল উদ্দিন, সহকারী কমিশনার মনিরুল ইসলাম, মো. ওয়ালিউর রহমান রুবেল, জেলা প্রতিবন্ধি কর্মকর্তা ফারজানা তাজ, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের সহকালী প্রকৌশলী মোছা. নুরজাহান খাতুন, ওসাকার সিনিয়র পরিচালক মো, মাজহারুল ইসলাম, আসিয়াব এর পরিচালক মো. আব্দুস সামাদ, গ্লোবাল ওয়ান এর সমন্বয়কারী মো. লুৎফর রহমান প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্বাস্থ্য রক্ষায় সরকার দৃঢ় প্রতিজ্ঞ। রোগ প্রতিরোধে হাতধোয়া একটি বিশেষ গুরুত্বপূর্ণ কাজ। দেশের অনেকাংশের মানুষ হাতধোয়ার প্রক্রিয়া সম্পর্কে সঠিক ভাবে জানে। রোগ প্রতিরোধে হাত ধোয়া সম্পর্কে জনসচেতনতা বাড়াতে হবে।
পাবনায় বিশ^ হাত ধোয়া দিবস উদযাপিত
পাবনা সদর
2 Mins Read
Previous Articleপাবনায় বিশ^ সাদা ছড়ি নিরাপত্তা দিবস উদযাপিত
এই সম্পর্কিত আরো খবর পড়ুন
Add A Comment