“ পর্যটন শান্তির সোপান” এই প্রতিপাদ্যে পাবনায় বিশ^ পর্যটন দিবস ২০২৪ উদযাপিত হয়েছে।
শুক্রবার সকাল ৯টায় পাবনা জেলা প্রশাসন কার্যালয় থেকে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক মো. মফিজুল ইসলাম এর নেতৃত্বে র্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসনের কার্যালয় গিয়ে শেষ হয়। র্যালী শেষে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে বৃক্ষ রোপান ও বৃক্ষ বিতরণ করা হয়। এরপর জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে এসব কর্মসুচীতে অংশ গ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহমেদ,অতিরিক্ত জেলা প্রশাসক মো জাহাঙ্গীর আলম, জেল সুপার নাসির উদ্দিন প্রধান, পাবনা পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল হক, প্রকৌশলী সাইফুল ইসলাম চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক মো. মোশারোফ হোসেন, জেলা ক্রীড়া অফিসার তারিকুল ইসলাম, সহকারী কমিশনার মনিরুল ইসলাম, মো. ওয়ালিউর রহমান রুবেল, জেলা প্রতিবন্ধি কর্মকর্তা ফারজানা তাজ, পাবনা টেকনিকেল স্কুল এন্ড কলেজের শিক্ষক আলী আকবর রাজু, প্রশাসনিক কর্মকর্তা ওয়াজেদ আলী, বিভাগীয় বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ আহমেদ প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি দেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে পর্যটন শিল্প। পর্যটন শিল্প শান্তি , কর্মসংস্থান, বিশ^ পরিচিতি ও উন্নয়নে বিষেশ ভুমিকা রাখে। পর্যটন শিল্পকে আরো সমৃদ্ধ করতে সবাইকে কাজ করতে হবে। পাবনার পর্যটন শিল্পর উন্নয়নে আরো পরিকল্পনা ও পদক্ষেপ নিতে হবে।