তানভীর ইসলাম
গত ২১ অক্টোবর ২০২৪ সোমবার বেলা ১২ টায় পাবনা সেন্ট্রাল গাল্স স্কুল অডিটরিয়ামে, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি পাবনা সার্কেলের আয়োজনে আসন্ন ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপনের অংশ হিসেবে ” ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” প্রতিপাদ্য ধারণ পূর্বক, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রী শিক্ষক ও অভিভাবক দের সমন্বয়ে সড়কে নিরাপত্তা, ট্রাফিক আইন/সাইন, সিগনাল ও নৈতিকতা বিষয়ে সচেতনতা মূলক সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এসময় জাতীয় সড়ক দিবস উপলক্ষে সচেতনতা মূলক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পাবনার জেলা শিক্ষা অফিসার মোঃ রোস্তম আলী হেলালি।
এসময় আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাবনা বিআরটিএ বাংলাদেশ রোডস ট্রান্সপোর্ট’ অথরিটি পাবনা সার্কেলের সহকারী পরিচালক মোঃ আব্দুল হালিম। বিশেষ অতিথি ছিলেন পাবনার সেন্ট্রাল গাল্স স্কুলের প্রধান শিক্ষক মোঃ তালেবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইন্সপেক্টর এসএম ফরিদুর রহিম, ম্যাকানীক্যাল এসিস্ট্যান্ট সুজন রাজ বংশি, অফিস সহায়ক মোঃ মাহবুর রহমান প্রমূখ এসময় উপস্থিত ছিলেন।
এসময় শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ সড়কের সিগনাল ও নৈতিকতা বিষয়ে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়।