চাটমোহর প্রতিনিধি
পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবিতে সোমবার (৮ জুলাই) অষ্টম দিনের মতো কর্মবিরতি পালন করেছেন পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর প্রধান কার্যালয়,৩টি জোনাল অফিস ও একটি সাব-জোনাল অফিস, এরিয়া অফিস এবং অভিযোগকেন্দ্রে কর্মরেত ৫ শতাধিক কর্মকর্তা-কর্মচারী। গত (১ জুলাই) থেকে সারাদেশের ন্যায় পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্মবিরতি পালন শুরু হয়। তবে জরুরী গ্রাহক সেবা ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রেখে এ কর্মসূচি চলছে।
সোমবার সকালে কর্মবিরতি চলাকালে চাটমোহরস্থ সমিতির প্রধান কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন,পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সহকারী জেনারেল ম্যানেজার (আইটি) সামিরুল ইসলাম,এজিএম (এইচ আর) কুদরত-ই ইলাহী,জুনিয়র ইঞ্জিনিয়ার মো.হাসানুজ্জামান,লাইন টেকনিশিয়ান আক্তার উদ্দিন,বিলিং সহকারী লাভলী ইয়াসমিন,মিটার রিডার কাম ম্যাসেঞ্জার মোয়াজ্জেম হোসেন,লাইন শ্রমিক মেহেদী হাসান শুভ প্রমুখ।
আন্দোলনকারীদের অভিযোগ,দেশের প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহের কাজে নিয়োজিত একমাত্র প্রতিষ্ঠান পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহক ৩ কোটি ৭০ লক্ষ সংযোগের মাধ্যমে প্রায় ১২ কোটি বিদ্যুত সুবিধাভোগী মানুষ। সমিতির কর্মকর্তা-কর্মচারীরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা দিতে জীবনের ঝুঁকি নিয়ে ঝড়বৃষ্টিসহ প্রাকৃতিক দুর্যোগ মাথায় নিয়ে দিন-রাত সেবা দিয়ে যাচ্ছেন। কিন্তু সমিতির তদারকি প্রতিষ্ঠান পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) দ্বৈত নীতির কারণে ন্যায্য সুযোগ-সুবিধা হতে বঞ্চিত হচ্ছেন দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ৪০ হাজার কর্মকর্তা-কর্মচারী।