পাবনা জেলা তথ্য অফিসের উদ্যোগে ৩০ মে ২০২৪ খ্রি. তারিখে গণযোগাযোগ অধিদপ্তরের “প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার” প্রকল্পের আওতায় চাটমোহর উপজেলার বয়েন উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মহিলা সমাবেশের আয়োজন করা হয়। সিনিয়র তথ্য অফিসার মোঃ সামিউল আলম -এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটমোহর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটমোহর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মগরেব আলী, সাবেক চেয়ারম্যান ও ডিবিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ নবীর উদ্দীন। প্রধান অতিথি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড এবং সেবাসমূহ তুলে ধরেন এবং এ সকল সেবাসমূহ গ্রহণের মাধ্যমে নিজেদের ভাগ্য উন্নয়নের পাশাপাশি রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখার আহবান জানান। এছাড়াও তিনি উপস্থিত সকল নারীদেরকে তাদের সন্তানদের সামাজিক ও নৈতিক শিক্ষা দেয়ার উপরও বিশেষ গুরুত্ব আরোপ করেন। প্রধান অতিথি সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ গৃহীত সকল সেবা গ্রহণের মধ্যদিয়ে নিজেদের ভাগ্য উন্নয়নের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নে সামিল হওয়ার জন্য সকলকে আহবান জানান। বিশেষ করে তিনি সর্বজনীন পেনশন স্ক্রীম কি এবং কেন তা তুলে ধরেন। পাশাপাশি তিনি সর্বজনীন পেনশনের আওতায় বিভিন্ন স্কীমসমূহ সর্ম্পকে পরিস্কার ধারনা দেন এবং এ সকল স্কীমে অন্তর্ভূক্তির মাধ্যমে নিজেদের ভবিষ্যতকে সুরক্ষিত করার আহবান জানান। এছাড়াও তিনি শিক্ষা, স্বাস্থ্য, বাল্য বিবাহ প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিবার ও সমাজ থেকে বিশেষ দায়িত্বপূর্ণ ভূমিকা পালনের গুরুত্ব তুলে ধরেন। তিনি আগামী স্মার্ট বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে এখন থেকেই প্রস্তুত করতে সকল মায়েদের প্রতি বিশেষ অনুরোধ করেন। সভাপতি তাঁর বক্তব্যে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে শিক্ষার্থীদের মূল কারিগর হিসেবে গড়ে তুলতে সকল মায়েদের প্রতি বিশেষ অনুরোধ রাখেন। পাশাপাশি তিনি উপস্থিত মায়েদেরকে সঠিকভাবে সন্তান লালন পালনসহ তাদের পরিবারে শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখার ওপর বিশেষ দৃষ্টি দিতে অনুরোধ করেন এবং কোন ধরনের গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হতে সকলকে আহবান জানান। এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত অপপ্রচার বিষয়ে সকলকে সজাগ থাকতে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে যতœশীল হওয়ার অনুরোধ করেন। তিনি নারীর মর্যাদা, সম্মান এবং দায়িত্বশীলতার গুরুত্ব এবং বাল্য বিবাহ প্রতিরোধে সামাজিক দায়িত্ববোধ ও সচেতনতার গুরুত্ব এবং মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে মায়েদের ভূমিকার কথা তুলে ধরেন। পাশাপাশি তিনি সংক্ষিপ্তভাবে সর্বজনীন পেনশন স্কিম কি এবং কেন সে সম্পর্কে আলোকপাত করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বয়েন উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ¦ মোহাম্মদ আলী, প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে শিক্ষক, স্থানীয় নেতৃবৃন্দ, সুধীজন, অভিবাবকসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রায় তিন শত নারী উপস্থিত ছিলেন।