পাবনা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এইচপিভি ভ্যাকসিন কার্যক্রম জোরদার করণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বুধবার সকালে বিশ^স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফ এর সহযোগীতায় জেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে পাবনা সদর মডেল মসজিদে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার উদ্বোধন করেন সিভিল সার্জন ডাঃ মো. শহীদুল্লাহ দেওয়ান।
জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মো. ইমামুল ইসলাম এর সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহমেদ, ডেপুটি সিভিল সার্জন ডা. খায়রুল কবীর প্রমূখ। কর্মশালায় শিক্ষক, ইমাম, মুহাতামিম, মহিলা শিক্ষক সহ ৫০ উপস্থিত ছিলেন। ইসলামিক ফা¦উন্শেনের মাঠ কর্মকর্তা মো. রজব আলীর সঞ্চালনা করেন।
কর্মশালায় বক্তারা বলেন, ইমাম সমাজকে দেশের সকল শ্রেনী পেশার মানুষ সম্মান করে। ইমাম সমাজের কথা মানুষ সম্মানের সাথে গ্রহন করে। এইচপিভি ভ্যাকসিন কার্যক্রম সরকারে সেবামুলক কার্যক্রম। এই সেবামুলক কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে ইমাম সমাজের ভুমিকা গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।