দেশের পল্লী বিদ্যুতায়ণ বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যকার চলমান দীর্ঘদিনের বৈষম্য দূরীকরণের দুই দফা দাবিতে পাবনায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতির -১ ও ২ এ কর্মরত কর্মকর্তা কর্মচারীরা।
৩০ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে পাবনা জেলা সদরের প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে পাবনা অঞ্চলে কর্মরত দুটি ইউনিটের প্রায় দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশ গ্রহণ করেন।
মানবন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে গ্রহকদের বিদ্যুৎ সেবা নিশ্চিত করেই আমরা ধারাবাহিক ভাবে আন্দোলন করে আসছি। সারা দেশের পল্লী বিদ্যুৎ সমিতে কর্মরত কর্মকর্তা- কর্মচারীরা চাকুরীসহ কর্মস্থলে নানা ধরনের বৈষম্য দ্বৈতনীতি অবসানের যুক্তিক দাবি নিয়ে আন্দোলন করে আসছি। কিন্তু পল্লী বিদ্যুতায়ন বোর্ড আমাদের দাবি এখনো বাস্তবায়ন করেনি। দীর্ঘদিন ধরে এই সমিতির কয়েক হাজার কর্মকর্তা- কর্মচারী এখনো চুক্তিভিত্তিক নিয়োগে কর্মরত রয়েছেন। তাই দ্রুত গ্রাহক সেবা নিশ্চিতের লক্ষে দুই দফা দাবি বাস্তবায়নের জন্য সরকার প্রধান ও সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তাদের প্রতি আহবান জানানো হয়।
কিন্তু দীর্ঘদিনের এই সকল যুক্তিক দাবির বিষয়ে কোন কর্ণপাত করছেনা পল্লী বিদ্যুতায়ন বোর্ড। তাই যতদিন পর্যন্ত পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্যহীন
এই দুই দফা দাবি বাস্তবায়ন না করা হবে ততদিন এই আন্দোলন চলমান থাকবে বলে জানানে হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, পল্লী বিদ্যুৎ সমিতি-০১ এর ডিজিএম কারিগরি মোঃ সোহেল আক্তার, ডিজিএম মোঃ আশরাফুল আলম, ডিজিএম মোঃ কামাল হোসেন, পল্লী বিদ্যুৎ সমিতির০২ এর ডিজিএম মোঃ সাইফুল ইসলাম, ডিজিএম হাবিবুর রহমান প্রমুখ।
পাবনায় পল্লী বিদ্যুৎ সমিতির ০১ ও ০২ এ নারী পুরুষ মিলে প্রায় এগারোশত কর্মকর্তা- কর্মচারী কর্মরত রয়েছেন।