চাটমোহর প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পাবনার চাটমোহর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পাবনা জেলা আওয়ামী লীগের নেতা আঃ হামিদ মাস্টার পদত্যাগ করেছেন। তিনি পাবনা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনেছেন। আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিবেন।
গত মঙ্গলবার (২৮ নভেম্বর) পাবনা জেলা প্রশাসকের কাছে পদত্যাগ পত্র জমা দেন আঃ হামিদ মাস্টার। পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই। আঃ হামিদ মাস্টার আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাটমোহর উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর সমর্থকরা জানান,জনপ্রিয় প্রার্থীদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত রয়েছে। চাটমোহর,ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলায় আঃ হামিদ মাস্টারের জনপ্রিয়তায় অন্যান্য প্রার্থীর চেয়ে বেশি। দলের বাইরেও দলমত নির্বিশেষে তার গ্রহণযোগ্যতা রয়েছে। সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে। তাই তিনি নির্বাচনের মাঠে লড়াই করতে উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ হতে পদত্যাগ করেছেন। জয়ের মালা এবার তার গলায় পড়াবে বলে জানান সমর্থকরা।
আঃ হামিদ মাস্টার বলেন,‘জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেই পদত্যাগ করেছি। ভোটারদের চাওয়ার পরিপ্রেক্ষিতে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছি। দলীয় সিদ্ধান্ত মোতাবেক স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ রয়েছে। এখানে বিদ্রোহী প্রার্থী বলে কিছু নেই। দলীয় সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় সংসদ নির্বাচনকে আমরা সবাই মিলে গ্রহণযোগ্য এবং উৎসবমুখর করতে চাই। ইনশাল্লাহ পাবনা-৩ আসনের আপামর জনসাধারণ আমার সঙ্গে রয়েছে।’
উল্লেখ্য,পাবনা-৩ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন ৩ বারের নির্বাচিত এমপি আলহাজ মোঃ মকবুল হোসেন।
পদত্যাগ করলেন চাটমোহর উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হামিদ মাস্টার,করবেন এমপি নির্বাচন
চাটমোহর
2 Mins Read
Previous Articleপরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ ভাসমান স্থাপনা নিষ্ক্রিয় করলো রাশিয়া
Next Article মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা চাটমোহরে
এই সম্পর্কিত আরো খবর পড়ুন
Add A Comment