সাঁথিয়া প্রতিনিধিঃ
মহামান্য রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মো.সাহাবুদ্দিন বলেছেন, নৌকাবাইচ আবহমান গ্রাম বাংলার সমৃদ্ধ সংস্কৃতির একটি অনন্য ঐতিহ্য। নৌকাবাইচের একটি ঐতিহ্য আছে যা শতশত বছর ধরে চলে আসছে। নৌকা জাতীয়তাবাদী চেতনার বহিঃ প্রকাশ। এই চেতনাকে যারা অবরুদ্ধ করতে চায় তারা আাজ পরাজিত। বঙ্গবন্ধু সারা জীবন সংগ্রাম করেছেন বাঙালি জাতীয়তাবাদী চেতনাকে এগিয়ে নিতে। ১৯৭০ সালে বঙ্গবন্ধু নৌকায় চড়ে নির্বাচনী বৈতরণী পার হয়েছেন। নৌকা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রতীক। এই চেতনা স্বাধীনতা বিরোধী শক্তিকে প্রতিহত করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিচারণ করে রাষ্ট্রপতি বলেন, আমরা তাঁকে ধরে রাখতে পারিনি। বঙ্গবন্ধু আমাদের সাথে না থাকলেও তাঁর নীতি-আদর্শই বাঙালির এগিয়ে যাওয়ার পথ-নির্দেশিকা ও অনুপ্রেরণা। আমরা তাঁর দেখানো পথেই দেশকে এগিয়ে নিয়ে যাবো। বাংলাকে পরিণত করব তাঁর স্বপ্নের সোনার বাংলায়। এটাই হোক আজকে আমাদের সকলের অঙ্গীকার।
বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির চিত্র তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ গোটা বিশ্বের উন্নয়ন ও অগ্রগতির জন্য মারাত্মক চ্যালেঞ্জ হিসাবে দেখা দিয়েছে। বাংলাদেশ এর বাইরে নয়,তবে বাংলাদেশ ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনীতির নেতিবাচক পরিস্থিতি সাফল্যের সাথে মোকাবেলা করে দেশকে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছেন। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ,মেট্রোরেল, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ, কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ সকল মেগা প্রকল্পের কাজ সময়মত শেষ হয়েছে। জনগণ এসব প্রকল্পের সুফল পেতে শুরু করেছে।
বৃহস্পতিবার(২৮সেপ্টেম্বর)বিকেলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে পাবনার সাঁথিয়ায় পৌরসভার উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী ইছামতি নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতার চুড়ান্ত পর্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন,
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপির সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সাঁথিয়া পৌরসভার মেয়র মাহবুবুল আলম বাচ্চু। এ সময় উপস্থিত ছিলেন,মহামান্য রাষ্ট্রপতির সহধর্মীনি(ফার্ষ্ট লেডি)ড.রেবেকা সুলতানা,পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন,জেলা আ’লীগের সভাপতি রেজাউল রহিম লাল,পাবনা পৌর মেয়র শরিফ উদ্দিন প্রধান,বেড়া পৌর মেয়র অ্যাডভোকেট আশিফ শামস রঞ্জন,সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন,উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার,পাবনা সদর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন,সাঁথিয়া উপজেলা আ’লীগের সভাপতি হাসান আলী খান,ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন প্রমুখ।
নৌকা বাইচ প্রতিযোগিতায় বাগচি চ্যালেঞ্জার বায়া চ্যাম্পিয়ন এবং শারীর ভিটা এক্সপ্রেস সুজানগর রানারআপ হয়েছে। নৌকাবাইচ প্রতিযোগিতায় স্পন্সর করেন বাংলাদেশের রড প্রস্ততকারী প্রতিষ্ঠান সিএসআরএম । সাঁথিয়া শিল্পকলা একাডেমির উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করার জন্য ইছামতি নদীর দুই পাড়ে হাজার হাজার দর্শকের সমাগম ঘটে।