ঔষধসহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের দাবীতে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ ( ক্যাব) পাবনা জেলা শাখার আয়োজনে এক বিশাল মানববন্ধন মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) পাবনা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ রোডে অনুষ্ঠিত হয়। ক্যাব পাবনা জেলা শাখার সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম মাহবুব আলমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন পাবনার বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ¦ অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ^াস, একুশে টিভির জেলা প্রতিনিধি রাজিউর রহমান রুমি, জেলা কৃষক লীগের সহ সভাপতি আলহাজ¦ হাবিবুর রহমান হাবিব, ক্যাবের যুগ্ম সম্পাদক শফিক আল কামাল,পাবনা প্রেসক্লাবের সদস্য ৭১ টিভির জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রাসেল, পাবনা রিপোর্টাস ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, পাবনা সাংবাদিক ফোরমের সভাপতি হাসান আলী, পাবনা প্রগতিসংস্থার নির্বাহী পরিচালক এম এ ছালাম, সাপ্তাহিক বাঁশপত্রের বার্তা সম্পাদক আলমগীর কবীর হৃদয়,বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পাঠশালার সাধারণ সম্পাদক শিশির ইসলাম, আজকের বসুন্ধরার জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, সাবেক সমবায় কর্মকর্তা কবি মধুসূদন মজুমদার প্রমুখ। মানববন্ধনে ক্যাব পাবনা জেলা শাখার দপ্তর সম্পাদক রাসার নিবার্হী পরিচালক মনোয়ারা পারভীন, সদস্য দৈনিক দেশ বাংলার জেলা প্রতিনিধি মাহবুবা কাজলসহ অন্যান্য সদস্যবৃন্দ, চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার শাহিনুর রহমান শাহিন, মাছরাঙা টিভির স্টাফ রিপোর্টার শহিদুল ইসলাম রিজু, সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ,সাংবাদিক পলাশ হোসেন, উত্তরণ‘র সহ সম্পাদক নিলীমা নীল,সচেতন নাগরিক অজয় রায়সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার দাবী জানানো হয়।