শফিক আল কামাল : পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.স.ম. আব্দুর রহিম পাকন বলেছেন, হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটে। শুধু পুথিগত বিদ্যা অর্জন নয়, বাস্তবভিত্তিক কর্মমুখী শিক্ষার মাধ্যমে এই স্কুলের সুনাম বৃদ্ধি করতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিণির্মান ও নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়নে শিক্ষার্থদেরকে একজন যোদ্ধা হিসাবে ভূমিকা পালন করবে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি.) সকাল সাড়ে ৯টায় পাবনা রাধানগরে ইছামতি উচ্চ বিদ্যালয় ও ইছামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইছামতি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুল হামিদ মাস্টার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য দেন সদর উপজেলা সহকারি শিক্ষা অফিসার সাঈদা শবনম। পবিত্র কোরআন তেলেওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। শিক্ষার্থীদের অংশগ্রহনে বর্ণিল সাজে মনোজ্ঞ ডিসপ্লে আগত অতিথিবৃন্দের হৃদয় মাতান।
এ সময় উপস্থিত ছিলেন ইছামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এম. এ সজিব, ইছামতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মফিজ উদ্দিন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ তাছলিমা খাতুন, বিদ্যালয় দু’টির ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, সুধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ ও স্থানীয়রা। শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।