রবিউল রনি: সদা হাস্যোজ্জ্বল শান্ত স্বভাবের মানুষ মাইক্রোবাস চালক জুয়েলের দুটি কিডনিই অকেজো মানে অকার্যকর হয়ে গেছে। ডাক্তার জানালেন অনন্ত একটি কিডনি প্রতিস্থাপন করা গেলে বেঁচে যেতে পারে এই মানুষটি।
বাঁচতে চেয়ে সকলের প্রতি সহযোগিতা কামনা করেছেন তিনি।
পাবনার চক ছাতিয়ানী গোরস্থান পাড়ার আব্দুল খালেকের ছেলে জুয়েল এখন বিশেষ চিকিৎসার মাধ্যমে বেঁচে আছে। রক্তের ডায়ালাইসিস করার মাধ্যমে জীবন ধারণ করতে হচ্ছে তার।
পাবনা হাসপাতাল এন্ড ডায়ালাইসিস সেন্টারের মেডিকেল অফিসার ডা মোঃ তৌহিদুল ইসলাম তুহিন জানিয়েছেন ঢাকার জাতীয় কিডনি হাসপাতালে পরিক্ষার মাধ্যমে ও পরবর্তিতে আরো পরিক্ষার মাধ্যমে বোঝা যায় তার দুটি কিডনি অকেজো হয়ে গেছে অকেজো হয়ে যাওয়া মানে কার্যক্ষমতা নষ্ট হয়ে গেছে।
এখন নিয়মিত ডায়ালাইসিস করে বেঁচে থাকতে হবে অথবা কারও একটি কিডনি প্রতিস্থাপন করতে হবে তার।
বেঁচে থাকার সাধ থাকলেও দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনক্ষম দুই সন্তানের পিতা বৃদ্ধ বাবা মা সহ জীবন যাপনে এই চিকিৎসার খরচ চালানো অসম্ভব হয়ে পরেছে তার জন্য।
এ বিষয়ে জানতে চাইলে জুয়েল বলে ভাই একজন কিডনি দিতে চাইছে কিন্তু ৮ লাখ টাকা চায় ডাক্তার খরচ সহ প্রায় ১২ লাখ টাকা লাগবে।
এই বিশাল খরচ একজনের জন্য অসম্ভব হলেও এই সমাজের বিত্তবানদের কাছে অতি নগন্য। পাবনার দানশীল শিল্পপতি ব্যাক্তিবর্গ এগিয়ে আসলেই বেঁচে যেতে পারে তরতাজা এক যুবক সাথে তার উপার্জনে চলা মানুষ গুলো।
জুয়েলের সাথে যোগাযোগ করা নাম্বার ০১৭৭৫৭৩৪৮৯৪ বিকাশ নাম্বার ০১৭১২৮৯৩৪৭১।