বিশেষ প্রতিনিধি
পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ভদ্রা কালিমন্দিরে মহাদেব প্রতিমাসহ ৩টি প্রতিমা ভাঙ্চুর করা হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতের কোন এক সময় দুর্বৃত্তরা মন্দিরের প্রতিমা ৩টি ভাঙ্চুর করে বলে মন্দির কমিটির সাধারণ সম্পাদক কালিশ^র দাস জানান।
কালিশ^র দাস আরো জানান,আসন্ন দূর্গা পূজা উপলক্ষে হান্ডিয়াল ইউনিয়ন পরিষদ সংলগ্ন হান্ডিয়াল পশ্চিমপাড়া ভদ্রা কালি মন্দিরের আঙিনায় সোমবার রাত প্রায় ১১টা পর্যন্ত দূর্গা প্রতিমা তৈরির কাজ করা হয়। এরপর সবাই চলে যান। এরপরেই দুর্বৃত্তরা লোহা গ্রিল ও তালা ভাঙ্গার চেষ্টা করে ব্যর্থ হয়ে বাইরে থেকে বড় কোন লোহার রড অথবা বাঁশ দিয়ে প্রতিমা ভাঙ্চুর করে। সকালে বিষয়টি দেখতে পায় পাড়ার লোকজন।
এদিকে প্রতিমা ভাঙ্চুরের ঘটনা জানার পর সকালে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিম,থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা,ইন্সপেক্টর (তদন্ত) নয়ন কুমার সরকার,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক অশোক চক্রবর্তী,সাধারণ সম্পাদক প্রবীর দত্ত চৈতন্য এবং সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে যান। এসময় এলাকার হিন্দু সম্প্রদায় এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষিদের খুঁজে বের করে শাস্তির দাবি জানান।মন্দির কমিটির সাধারণ সম্পাদক কালিশ^র দাস বলেন,আমরা এর প্রতিকার চাই। না হলে আগামী দূর্গা পূজা করা সম্ভব হবেনা। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা অফিসার ইনচার্জ এ বিষয়ে দ্রুত আইনহত পদক্ষেপ গ্রহণের আশ^াস দেন।
উপজেলা পূজা উদযাপন পরিষদ,হিন্দু বৌদ্ধ খ্রীস্টার ঐক্য পরিষদ চাটমোহর উপজেলার শাখার নেতৃবৃন্দ প্রতিমা ভাঙ্চুরের নিন্দা জানিয়ে দোষি ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
প্রতিমা ভাঙ্চুরের বিষয়ে হান্ডিয়াল পশ্চিমপাড়া ভদ্রা কালি মন্দিরের সাধারণ সম্পাদক কালিশ^র দাস চাটমোহর থানায় এজাহার দায়ের করেছেন।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা বলেন,প্রতিমা ভাঙ্চুরের ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করে সকলের সাথে কথা বলেছি। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দ্রুতই দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
চাটমোহরের হান্ডিয়াল কালিমন্দিরে প্রতিমা ভাঙ্চুর
চাটমোহর
2 Mins Read
Previous Articleঈশ্বরদীতে গাঁজার গাছসহ ১ জন আটক
এই সম্পর্কিত আরো খবর পড়ুন
Add A Comment