চাটমোহর প্রতিনিধি
জাতীয় সঙ্গীত নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করলেন পাবনার চাটমোহরের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। গতকাল শনিবার মকাল ১০টায় চাটমোহর পৌর শহরের স্টার মোড়ে সাংস্কৃতিক কর্মীরা এই কর্মসূচির আয়োজন করেন। সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের এ আয়োজনে শিল্পী,সাহিত্যিক,সাংবাদিক,রাজনীতিবিদ,বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ,শিক্ষার্থীসহ নানা শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচিতে অংশ নেন চাটমোহরের বিশিষ্ট নাট্যজন আসাদুজ্জামান দুলাল,সজল বিশ^াস,প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল,সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন,সাধারণ সম্পাদক ও সঙ্গীত শিল্পী এস এম মাসুদ রানা,সুজিত মনা,বিপ্লব আচার্য,লিটন শেখ,কৈলাশ চক্রবর্তী,প্রজ্ঞা,সুদিপায়ন,ইকবাল কবীর রঞ্জু,বিএনপি নেতা এ্যাড.সাইদুর রহমান,শেখ জিয়ারুল হক সিন্টু,সহকারী অধ্যাপক অনুপ কুন্ডু,নুরে আলম মঞ্জু,বৈষ্যম্যবিরোধি ছাত্র আন্দোলনের বাধন কুন্ডু,সৈকত,সাগর,প্রসাদ,সামি,সৌরভ,চিন্ময় প্রমুখ। সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করে তারা জাতীয় সঙ্গীত নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদ জানানো হয়।