চাটমোহর প্রতিনিধি
মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ফেসবুকে কটুক্তিকারী আলোচিত প্রশান্ত কুমার সরকারকে (৩০) গ্রেফতার করেছে পুলিম। সোমবার দিবাগত রাতে পাবনার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। প্রশান্ত পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বল্লভপুর গ্রামের কালাচাদ সরকারের ছেলে। সম্প্রতি মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে কটুক্তি করে ফেসবুকে পোস্ট দেন প্রশান্ত। এ ঘটনার পর ফুঁসে ওঠেন হান্ডিয়ালবাসী। গত শনিবার ও রবিবার শত শত মানুষ বিক্ষোভে ফেটে পড়েন এবং প্রশান্তের বিচার দাবি করেন তারা।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে রবিবার রাতে বিক্ষুব্ধ জনতা বল্লভপুর গ্রামের মহাদেব মন্দির ও মন্দিরে রাখা দুটি মহাদেব মূর্তি ভাঙ্চুর করে। ঘটনার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিম,এএসপি (চাটমোহর সার্কেল) হাবিবুল ইসলাম,থানার ওসি মঞ্জুরুল আলম,র্যাবের একটি টিম ও সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে যান। রবিবার (১১ নভেম্বর) পাবনার পুলিশ সুপার মোরতাজা আলী খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার পর থেকেই হিন্দু সম্প্রদায়ের মধ্যে চরম আতংক বিরাজ করছিলো।
থানার ওসি মঞ্জুরুল আলম জানান,ঘটনার পর থেকেই আমরা কাজ করছি। এলাকাবাসীকে শান্ত করার চেষ্টা করছি। তারপরও মন্দির ও মূর্তি ভাঙ্গার ঘটনা ঘটে ঘটেছে। অভিযুক্ত প্রশান্তকে গ্রেফতার করা হয়েছে। এলাকা বর্তমানে শান্ত।