চাটমোহর প্রতিনিধি
পাবনার চাটমোহরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও আউশ ধানের বীজ বিতরন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিম। উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ। বক্তব্য দেন,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল মতিন,পল্লী উন্নয়ন কর্মকর্তা আহসানুল হাবীব,যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম,হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান মকবুল হোসেন,ছাইকোলা ইউনিয়ন চেয়ারম্যান নুরুজ্জামান নুরু প্রমূখ।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১টি পৌরসভা ও ১১ টি ইউনিয়নের ২ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি আউশ ধান বীজ,১০ কেজি ডিএমপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হবে।