চাটমোহর প্রতিনিধি
পাবনার চাটমোহরে এক কেজি কাঁচামরিচের দাম এখন ৪০০ টাকা আর বেগুন বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি। এছাড়া সব দরণের শাকসবজি,মুরগী ও মাছের দাম বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে সকল কিছুর দাম বেড়েছে। ক্রেতারা কাঁচাবাজারে গিয়ে জিনিসপত্র কিনতে হিমশিম খাচ্ছে। প্রতিটি জিনিসের দাম কেজিতে বেড়েছে ২০ থেকে ২৫ টাকা।
গতকাল রবিবার চাটমোহর পুরাতন বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে,প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ১০০ টাকা। এক সপ্তাহ আগে বিক্রি হয়েছে ৬০ টাকা কেজি। ৩০ টাকা কেজির পটল বিক্রি হচ্ছে ৫০ টাকা,৪০ টাকার ঝিঙে এখন ৭০ টাকা,৩০ টাকার বরবটি ৫০ টাকা,করলা কেজি ১০০ টাকা,এক সপ্তাহ আগে বিক্রি হয়েছে ৭০ টাকায়। এক হালি কাঁচকলা বিক্রি হচ্ছে ২৫ টাকা আর একটি লাউয়ের দাম ৫০ থেকে ৬০ টাকা। ঢেঁড়শের কেজি ৫০ টাকা। কুড়িকচুর কেজি ৫০ টাকা,ওলকচু ৪০ টাকা কেজি। শসার কেজি ৫০ টাকা কেজি,লাল শাকের কেজি ১০০ টাকা আর সবুজ শাক বিকোচ্ছে ৬০ টাকা কেজি দরে। তিন দিন আগেও এক কেজি কাঁচামরিচ বিক্রি হয়েছে ২৬০ টাকায়। এখন সেই কাঁচামরিচের কেজি ৪০০ টাকা। এদিকে বাজারে মাছ ও মুরগীর দামও বেড়েছে। ডিমের দামও বাড়ছেই। পাইকারী ও খুচরা শবজি বিক্রেতারা বলছেন, বেশ কয়েকদিনের বৃষ্টিপাত ও মেঘলা আবহাওয়ার কারণে বাজারে আমদানী কম হওয়ায় শাকসবজির দাম বেড়েছে। ক্রেতারা বলছেন,রাতারাতি জিনিসপত্রের দাম বাড়ছে। সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়ানো হচ্ছে। এদিকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়ায় নি¤œ ও ম্যবিত্ত পরিবার ও দিনমজুররা পড়েছেন বিপাকে। ক্রেতারা বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন।