বিশেষ প্রতিনিধি
পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন দূর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে এবং তার বিচার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল সোমবার সকাল ১১টায় গুনাইগাছা ইউনিয়নের রামচন্দ্রপুর বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন,ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবি মেম্বার,ইউনিয়ন বিএনপির আহবায়ক সহকারী অধ্যাপক মোঃ বজলুর রহমান,বিএনপির আবুল কাশেম রিন্টু,আঃ মান্নান,শহিদুল ইসলাম,সিরাজুল ইসলাম,আঃ জলিল,মিঠু,ইজাজ,জামায়াতের মোঃ এনামুল হক প্রমুখ।
এসময় বক্তারা বলেন,আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম রামচন্দ্রপুর সিনিয়র আলিম মাদ্রাসা ও নবাব আউয়াল অলি চেকনিক্যাল এন্ড বিএম কলেজের সভাপতি থাকাকালে এবং জেএমআর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মামুনুর রশিদ ও প্রতিবন্ধী স্কুলের পরিচালক আবুল বাশারের যোগসাজসে চারটি প্রতিষ্ঠানে নানা অনিয়ম দূর্নীতি ও নিয়োগ বানিজ্যের মাধ্যমে লাখ লাখ টাকার বানিজ্য করেছেন। স্থানীয় সংসদ সদস্য মোঃ মকবুল হোসেনের নির্দেশে তিনি একাধিক প্রকল্প এনে কোন প্রকার কাজ না করে লাখ লাখ টাকা আত্মসাত করেছেন। মোঃ নুরুল ইসলাম বিগত ১৬ বছরে এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করে তার ছেলে জাহাঙ্গীর আলম ও জামাতা সেনা সদস্য মোজাম্মেল হকের মাধ্যমে প্রতিপক্ষকে মারপিট,বাড়িঘর ভাঙ্চুর করাসহ মিথ্যে মামলায় জড়িয়ে হয়রানী করেছে। এছাড়া জেএমআর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মামুনুর রশিদ,প্রতিবন্ধী স্কুলের পরিচালক আবুল বাশার ও নবাব আউয়াল অলি টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের তদন্ত ও বিচার দাবি করা হয় মানববন্ধনে। মানববন্ধনে আওয়ামী লীগের নেতা নুরুল ইসলাম ও তার সহযোগিদের দূর্নীতির তদন্ত করে তাকে বিচারের সম্মুখিন ও শাস্তির দাবি জানানো হয়।
এ বিষয়ে আওয়ামী লীগ নেতা মোঃ নুরুল ইসলাম বলেন,যে সকল অভিযোগ করা হচ্ছে,তার কোন ভিত্তি নেই। পরিবর্তিত পরিস্থিতির কারণে বিএনপি যে অরাজকতা সৃষ্টি করেছে,তারই অংশ হিসেবে এই মানববন্ধন। তাদের আনীত অভিযোগ সত্য নয়।
চাটমোহরে আওয়ামী লীগ নেতার বিচার দাবিতে মানববন্ধন
চাটমোহর
2 Mins Read
Next Article পাবনায় জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যান সভা অনুষ্ঠিত
এই সম্পর্কিত আরো খবর পড়ুন
Add A Comment