আটঘরিয়া প্রতিনিধি: আটঘরিয়া উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের ভবনের ৫ তলা যেখানে বসেন স্বাস্থ্য প্রশাসক, ডাক্তার ও অফিস স্টাফ অথচ সেখানে নেই লিফ্ট, সিঁড়ি বেয়ে ৫ তলায় উঠতে সকলকেই সীমাহীন কষ্ট ভোগ করতে হচ্ছে অথচ একটি লিফ্ট সংযোগ করা হলেই বিশেষ করে অসুস্থ রোগী, বয়স্ক ও শিশুদের সীমাহীন কষ্ট লাঘব হবে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানান, ৫ তলা ভবন নির্মাণ হলেও লিফ্ট বাবদ বরাদ্দ না থাকায় সিঁড়িবেয়ে ওঠানামা করতে হয়। এছাড়া সরকারি পরিকল্পনা মোতাবেক প্রশাসনিক কর্মকর্তা, ডাক্তার এবং অফিস স্টাফকে ৫ তলায় বসতে হচ্ছে। লিফ্ট না থাকায় সকলকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন অসুস্থ রোগী, বয়স্ক ব্যাক্তি ও শিশু এবং যাদের অফিসে যোগাযোগের প্রয়োজন। এদেরকে সিঁড়ি দিয়ে পাঁচ তলায় যোগাযোগে সীমাহীন কষ্ট ভোগ করতে হচ্ছে। সিঁড়িবেয়ে উঠতে গিয়ে অনেককেই ৩-৪ বার দাঁড়িয়ে বা বসে ক্লান্তি দূর করতে হয়। পাঁচ তলায় যাদের প্রয়োজন তারা সবাই বিস্ময় প্রকাশ করে বলেন, এ কেমন পরিকল্পনা বা ব্যবস্থা যেখানে নিচতলা থেকে অফিসিয়াল যাবতীয় কর্মকা- ৫ তলায় স্থানান্তর করা হয়েছে সেখানে কোন মানুষের কথা বিবেচনা না করে নিচ তলা থেকে ৫ তলায় উঠা নামার জন্য একটি লিফ্টও রাখা হয় নাই।