পিপ : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাবনায় সহস্রাধিক সনাতনী হিন্দু সম্প্রদায়ের অসহায় ও দুস্থ নারী-পুরুষদের মাঝে নতুন বস্ত্র শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। ৯ অক্টোবর (মঙ্গলবার) বিকালে পাবনা জেলা সদরের শ্রী শ্রী জয় কালী বাড়ি মন্দির প্রাঙ্গণে আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে এই বস্ত্র বিতরণ করা হয়।
বাংলাদেশ পুজা উদযাপণ পরিষদের সভাপতি রোটারীয়ান প্রভাষ চন্দ্র ভদ্রের সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশে ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ঠ ব্যবসায়ি ও সমাজ সেবক মর্জিনা লতিফ ট্রাস্টের মহাসচিব লতিফ গ্রæপের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ^াস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পাবনা জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহম্মেদ ও জেলা পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন।
সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, জেলা জামায়াত ইসলামের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল, ইসলামী আন্দোলন জেলার সভাপতি অধ্যাপক আরিফ বিল্লাহ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিনয় জৌতি কুন্ডু, হিন্দু মহাজোটের যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট মলয় দাস রায়, অনুষ্ঠানের সমন্বয়ক পরিষদের যুগ্ন সাধারন সম্পাদক অচিন্ত কুমার ঘোষ, হিন্দু মহাজোটের সভাপতি আশিষ বসাক, অনুষ্ঠান সঞ্চলক পৌর পুজা উদযাপণ পরিষদের সাধারন সম্পাদক দীপঙ্কর সরকার জিত ও সংগঠনের সদস্য সচিব প্রভাষ ঘোষ দুখু প্রমুখ।
সম্প্রীতি সমাবেশ ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সকল রাজনৈতিক দলের প্রতিনিধ হিন্দু সম্প্রদায়ের নেত্রীবর্গ এসময় উপস্থিত ছিলেন। পাবনা জেলা দুর্গাপূজা উদ্যাপণ পরিষদের আয়োজনে এবারের পুজার জন্য এই নতুন বস্ত্র দিয়ে সহযোগিতা করেছেন বে-সরকারি সমাজ সেবা প্রতিষ্ঠান মর্জিনা লতিফ ট্রাস্ট।
সম্প্রীতি সমাবেশে জেলার প্রতিটি পুজা মন্ডবের হিন্দু সম্প্রদায়ের মানুষদের নিরাপত্তার জন্য প্রশাসনের পাশাপাশি স্থানীয় সকল রাজনৈতিক দলের সেচ্চাসেবী দায়িত্ব পালন করবেন। ধর্ম যারযার উৎসব হবে সবার। এই উৎসবকে কেন্দ্র করে যাতে কোন প্রকারের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্য তিন স্থরের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। জেলার প্রায় সকল পুজা মন্ডব গুলোকে সিসিটিভির আওতায় নিয়ে আসা হয়েছে। কোথাও কোন অসঙ্গতি চোখে পরলে সাথে সাথে স্থানীয় পুলিশ প্রশাসনকে জানাতে বলা হয়েছে। এসময় রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত সকল হিন্দু সম্প্রদায় মানুষদের উদ্দেশ্যে বলেন, বৈষম্য বিরোধী নতুন বাংলাদেশে কোন প্রকারের অন্যায় কাজ আমরা হতে দিবোনা। বাংলাদেশের সকল ধর্মের মানুষের সমান অধিকার। সকলে মিলে এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানানো হয়।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাবনায় অসহায় ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
পাবনা সদর
2 Mins Read
Previous Articleচাটমোহরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
এই সম্পর্কিত আরো খবর পড়ুন
Add A Comment