বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সহকারি এড. শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন আমরা একটি সমৃদ্ধ এবং উন্নত দেশ গঠন করতে চাই। যেখানে কোন বৈষম্য থাকবে না,। যেখানে অনিয়ম সন্ত্রাস থাকবে না। আমরা একটি সুন্দর সমাজের স্বপ্ন দেখি। এমন দেশ গঠন করতে হলে সবার আগে গড়তে হবে তারুণ্য। আমরা বাংলাদেশের তরুণদের কাজে লাগাতে চাই । গতকাল দুবলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনার বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক, পাবনা জেলা বিএনপিরপ্রতিষ্ঠাকালীন সভাপতি, প্রস্তাবিত মাস্ট ইউিিনভার্সিটির চেয়ারম্যান, মাহাতাব বিশ্বাস রিয়েল এস্টেট লি: এর এমডি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও পাবনা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ¦ মাহাতাব উদ্দিন বিশ^াস।
এড. শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, আজকে দুবলিয়াতে যে বিশাল মিলন মেলার আয়োজন করা হলো ফুটবল খেলার মাধ্যমে সেটিও সেটির উদ্যোক্তাও এই তরুণরা। এই তরুণ সমাজকে নিয়েই আমরা দেশ গড়তে চাই। তিনি বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সুন্দর সমৃদ্ধশালী সুন্দর সাংস্কৃতিক পরিমন্ডল গড়তে তুলতে চায়। তিনি বলেন, এই দুবলিয়া আলোকিত জনপদ হিসেবে জেলাবাসীর কাছে পরিচিত। এই ঐতিহ্য ধরে রেখে এ অঞ্চলকে আরো সমৃদ্ধ করতে আমরা সচেষ্ট থাকব। তিনি আলোকিত দুবলিয়ার রুপকার অধ্যক্ষ মাহাতাব বিশ্বাসকে বিশেষ ধন্যবাদ জানিয়ে বলেন তার স্বপ্ন একটি বিশ্ববিদ্যালয় করার। আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব বিশ^বিদ্যালয়টি যেন আলোর মুখে দেখে।
অধ্যক্ষ মাহাতাব বিশ^াস তার বক্তব্য বলেন দুবলিয়া আলোকিত জনপদ হিসেবে গড়ে ।উঠেছে আমার স্বপ্ন পূরণ হয়েছে, আমার জীবন সার্থক বলে মনে করি। তবে তিনি দুঃখ করে বলেন দুবলিয়ার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের তিনি প্রতিষ্ঠাতা সভাপতি অথচ আওয়ামী দোসররা প্রতিহিংসা বসত বিভিন্ন প্রতিষ্ঠান দখল করেছিলেন। তিনি বলেন প্রতিষ্ঠানকে তিনি প্রাণ দিয়ে ভালোবাসেন তাই তিনি চান প্রতিষ্ঠানগুলো সুন্দরভাবে চলুক, ভালো ফলাফল করুক। এখন থেকে তিনি প্রতিষ্ঠানগুলো দেখভাল করবেন বলে জানান।
খেলায় সিরাজগঞ্জ জেলা দল ১-০ গোলে নাটোর নাটোর জেলা দল কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চিত্র নায়ক আমিন খাঁন অভিনয় করে দর্শক মাতান। প্রায় অর্ধ লাখ মানুষ মানুষ খেলা উপভোগ করেন।