আটঘরিয়া প্রতিনিধিঃ পাবনার আটঘরিয়ায় জরায়ুর ক্যান্সার প্রতিরোধে “এক ডোজ টিকা নিন জরায়ুর ক্যান্সার রুখে দিন” এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে নারীর জরায়ুর মুেখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে টিকা দান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আগে থেকেই ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়। এতে বলা হয়, এই টিকা মাত্র এক ডোজ নিলে সারা জীবনের জন্য মহিলারা জরায়ুর ক্যান্সার মুক্ত থাকবে এবং পঞ্চম থেকে নবম শ্রেণীতে অধ্যয়নপত্র ছাত্রী অথবা ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীরা এই টিকার আওতায় আসবে। আরও বলা হয়, অধ্যয়িনরত ছাত্রীদের অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের ই.পি.আই. টিকা দান কেন্দ্র থেকে এই টিকা নিতে পারবে।
টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন কালে জানানো হয় প্রতিবছর জরায়ুর ক্যান্সারে আক্রান্ত হয়ে দেশের প্রায় ৫ হাজার নারীর মৃত্যু ঘটে এবং কিশোরী বয়সে এক ডোজ এই টিকা নিলে সারা জীবনের জন্য জরায়ুর ক্যান্সারের ঝুঁকিমুক্ত থাকবে।