আটঘরিয়া প্রতিনিধি:- পাবনার আটঘরিয়া উপজেলার আনইশৃঙ্খলা কমিটির সভা উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহারুল ইসলামের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (২৯ মে) অনুষ্ঠিত হয়।
সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহারুল ইসলাম গত মাসের সভার সিদ্ধান্তবলি পর্যালোচনা করে স্বাগতিক বক্তব্য রাখেন। উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে আগামী ২৯ মে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে হাঙ্গামা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানানো হয়।
এছাড়াও নির্বাচনী প্রার্থীদের ভোট চাওয়ার সময় সুযোগ বুঝে পুরুষ মহিলা ক্যানভাসার বাড়ির ভিতর ঢুকে ঘর থেকে মূল্যবান মোবাইল গহনা সহ অন্যান্য সামগ্রী চুরি করছে বলে সভায় জানানো হয়। এসব বিষয়ে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। সভায় থানার অফিসার ইনচার্জ মোঃ হাদিউল ইসলাম নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্বক চেষ্টা চালাবেন বলে ঘোষণা দেন।
এছাড়া লক্ষীপুর ইউনিয়নের সদস্য রেজাউল করিম অভিযোগ করেন, ফলিয়া প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক ফজলুর রহমান এবং বাওইকোলা প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক ফজলুল হক সরাসরি বিশেষ প্রার্থীর পক্ষ নিয়ে ভোট চাচ্ছেন যা সরকারি আইন লঙ্ঘন এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। এ ব্যাপারে প্রশাসন ব্যবস্থা গ্রহনের আশ^াস দেন। সভায় আসন্ন উপজেলা নির্বাচনের বিভিন্ন স্থানে ভয়ভীতি প্রদর্শন করে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করা হচ্ছে বলে পৌর মেয়র শহিদুল ইসলাম রতন অভিযোগ করেন।
সার্বিক বিষয়ে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মোঃ হাদিউল ইসলাম, পৌর মেয়র শহিদুল ইসলাম রতন, আটঘরিয়া সাংবাদিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মিয়া, সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ, লক্ষীপুর ইউনিয়ন প্রতিনিধি রেজাউল করিম প্রমুখ।
উপজেলার সার্বিক আনশৃঙ্খলা পরিস্থিতি ভাল থাকায় সন্তোষ প্রকাশ করা হয়।