আটঘরিয়া প্রতিনিধিঃ নতুন জাতের মিষ্টি আলু আবাদ করে আটঘরিয়ার চাঁদভা ইউনিয়নের নাগদাহ গ্রামের নার্সারি মালিক নুর মোহাম্মদ লাভবান হয়েছেন। মাত্র ২০ শতাংশ জমিতে মিষ্টি আলু আবাদ করে ২৫ হাজার টাকা খরচের বিপরীতে উৎপাদন হয়েছে ৪৫ মণ মিষ্টি আলু যার বাজার মূল্য প্রায় ৮০ হাজার টাকা।
কৃষক নুর মোহাম্মদ জানায়, আটঘরিয়া উপজেলা কৃষি অফিসের পরামর্শক্রমে ও প্রশিক্ষণ নিয়ে এই নতুন জাতের মিষ্টি আলু মাত্র ২০ শতাংশ জমিতে আবাদ করি। আবাদ খরচ হয় ২৫ হাজার টাকা, প্রায় ৪৫ মন আলু উৎপাদন করে বাজার মূল্যে প্রায় ৮০ হাজার টাকা বিক্রি করি। তিনি আরো জানান, এ আলুর ডাইন কাটিং হিসেবে আশেপাশের কৃষকদের মাঝে বিক্রি করে আরও লক্ষাধিক টাকা আয় করি। অপরদিকে মিষ্টি আলু বিক্রি করে খরচ বাদে আয় করেন প্রায় ৫৫ হাজার টাকা। এ কারণে তিনি আরও ৪০ শতাংশ জমিতে এই মিষ্টি আলু আবাদের উদ্যোগ নিয়েছেন। তাকে দেখে আশেপাশের কৃষকরা এই নতুন জাতের আলু চাষে আগ্রহী হচ্ছেন।
এ ব্যাপার উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ জানান, বর্তমানে বিভিন্ন জাতের মিষ্টি আলু এই উপজেলায় ৮ হেক্টর জমিতে আবাদ হচ্ছে। তিনি জানান, এই মিষ্টি আলু পুষ্টিগুণ সমৃদ্ধ এবং বাজারে চাহিদা প্রচুর, আবহাওয়ার অনুকূলে থাকলে ফলাফল ভাল হয়।