এস এম আলম: জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে পাবনায় আজ থেকে শুরু হয়েছে এইচপিভি টিকাদান কর্মসূচি। সকালে স্থানীয় ইমাম গাজ্জালী স্কুল এন্ড কলেজ ক্যা¤পাসে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মফিজুল ইসলাম। পরে উদ্বোধনী অনুষ্ঠানে সিভিল সার্জন ডাঃ শহীদুল্লাহ দেওয়ানের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহম্মেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা, পাবনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ নার্গিস সুলতানা, ইমাম গাজ্জালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুরাইয়া সুলতানা, ডেপুটি সিভিল সার্জন ডা. খায়রুল কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.জান্নাতুল ফেরদৌস, সহকারী পরিচালক, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ডা. রফিকুল হাসান, সার্ভিলেন্স ্ইমিউনাইজেশন মেডিকেল অফিসার, বিশ্বস্বাস্থ্য সংস্থা জেলা প্রতিনিধি ডা. রাশেদুল বারী। এ কার্যক্রমের আওতায় এ জেলায় এবার ১ লাখ ৩৮ হাজার ৫২২ জন কিশোরীকে দেওয়া হবে এসপিভি টিকা।