এম এ আলিম রিপনঃ স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার সুজানগরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৪ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে সুজানগর উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার এক বর্ণাঢ্য র্যালি,হাত ধোয়ার প্রচার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এদিন সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের নেতৃত্বে বের হওয়া বর্ণাঢ্য এ র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে র্যালি পরবর্তী হাত ধোয়ার প্রচার ও প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী মোঃ মনিরুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীন ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা ও একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন, হযরত শাহজালাল(রহঃ)একাডেমির শিক্ষক শ্রী জয়ন্ত কুমার কুন্ডু,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ স্থানীয় বিভিন্ন পর্যাযের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ প্রধান অতিথির বক্তব্যে খাবারের আগে সময় নিয়ে হাত ধোয়ার উপর গুরুত্বারোপ করে বলেন, হাত থেকে নানা ধরণের জীবাণু শরীরের ভেতরে প্রবেশ করে। এতে একজন ব্যক্তি নানা রোগে আক্রান্ত হন। চিকিৎসকদের কাছে দৌড়াতে হয়। নানা ভোগান্তি পোহাতে হয়। যদি সর্বদা হাত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তাহলে নানা রোগ এড়ানো সম্ভব।