আটঘরিয়া প্রতিনিধিঃ বৃষ্টি হলেই কাঁচা রাস্তায় পানি বন্দী হয়ে পড়ে পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের লক্ষণপুর গ্রামের সহস্রাধিক মানুষ, বন্ধ হয়ে যায় শিক্ষার্থীদের ক্লাস।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন যাবৎ লক্ষণপুর গ্রামের জামতলা থেকে পশ্চিমপাড়া পর্যন্ত বৃষ্টি হলে রাস্তা পানিতে ডুবে যায়, ফলে এলাকার সহস্রাধিক মানুষের দুর্ভোগের সীমা থাকে না। এছাড়াও মানুষের হাটবাজারে মালামাল পরিবহনে চরম বিঘœ ঘটে। বিশেষ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত ছাত্র-ছাত্রীরা বিপাকে পড়ে ক্লাস করতে পারে না। এছাড়াও কারো কোন বিপদ হলে বা অসুস্থ রোগী নিয়ে পড়তে হয় বিপাকে। বৃষ্টির পানি ও কাদামাটিতে একাকার হয়ে যায়।
এলাকাবাসীর আরো অভিযোগ, বহুবার জনপ্রতিনিধিদের কাছে ধরনা দিয়েও সুফল পাওয়া যাচ্ছে না। কোন কোন সময় পথচারীদের রাস্তার দুই পাশের বাড়ির ভেতর দিয়ে যাতায়াত করতে হয়।