চাটমোহর প্রতিনিধি
টেন্ডার হওয়ার পর,ঠিকাদার নির্ধারণ করা হয়েছে। সম্পাদন হয়েছে কাজের চুক্তিপত্রও। কিন্তু কাজ শুরু করেননি ঠিকাদার। নানা অজুহাতে কাজ শুরু করছেন না তারা। সড়কটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। যানবাহন তো দূরে থাক,পায়ে হেঁটে যাওয়াই দুষ্কর। সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। খানাখন্দে ভরপুর গোটা সড়ক। এতে প্রতিদিন চরম ভোগান্তিতে পড়েছেন পৌরবাসীসহ এই শহরে আসা উপজেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষ।
পাবনা জেলার প্রথম শ্রেণীর পৌরসভা চাটমোহরের প্রধান সড়কের এমনই বেহাল দশা। এই সড়ক নিয়ে অবর্ণনীয় দূর্ভোগে আছেন পৌরবাসী। পৌর শহরের নতুন বাজার হাইস্কুল এলাকা থেকে শুরু করে থানা মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কটির পুননির্মাণ করতে আইইউআইডিপি-২ প্রকল্পের আওতায় টেন্ডার দেওয়া হয় সাবেক মেয়র এ্যাড.সাখাওয়াত হোসেন সাখোর সময়। সে সময় ঠিকাদারও নিয়োগ করা হয়। সড়কের দুটি অংশে দু’জন ঠিকাদার কাজ পান। প্রতিটি অংশে বরাদ্দ ১ কোটি ৮৬ লাখ টাকা। ভাঙাচোরা এই সড়কের কারণে পৌরবাসীর জীবনযাত্রার চাকা যেন থেমে গেছে। অসংখ্য অটোভ্যান,সিএনজি আর বোরাকের কারণে সৃষ্টি হচ্ছে যানজটের। সড়কটির বেহাল দশার কারণে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখিন হচ্ছে স্কুলগামী শিশু শিক্ষার্থী আর হাসপাতালে নেওয়ার রোগিরা। সামান্য বৃষ্টিতেই সড়কের অধিকাংশ জায়গায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এই সড়কটি নিয়ে স্থানীয়দের বিস্তর অভিযোগ। কিন্তু এই অভিযোগের কোন প্রতিকার মিলছেনা। এ নিয়ে চরম ক্ষোভ পৌরবাসীর।
একাধিক সূত্রমতে এই সড়কের টেন্ডার ও ঠিকাদার নিয়োগে সাবেক মেয়র এ্যাড.সাখাওয়াত হোসেন সাখোর ছিল একক কর্তৃত্ব। টাকার একটি অংশ তিনি প্রথমেই ঠিকাদারদের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
এই সড়কের নির্মাণের বিষয়ে ঠিকাদারদের সূত্রে জানা গেছে,শিগগিরই কাজ শুরু করা হবে। নতুন ইট না ওঠার কারণে দেরি হচ্ছে।
পৌরসভার সহকারী প্রকৌশলী রাফিউল বারী বললেন,সড়কটির নির্মাণের সকল প্রক্রিয়া শেষ হয়েছে। আগামী এক মাসের মধ্যেই হয়তো ঠিকাদার কাজ শুরু করবে। কাজের মান ঠিক রেখে এটা সম্পন্ন করা হবে।
পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান শাকিল বলেছেন,দায়িত্ব পাওয়ার পর ঠিকাদারদের সাথে একাধিক বৈঠক করা হয়েছে। আশাকরি দ্রুতই সড়কটির নির্মাণ কাজ শুরু হবে।
সড়কের বেহাল দশা,ভোগান্তিতে পৌরবাসী!
চাটমোহর
2 Mins Read
Previous Articleজামাই আনতে হেলিকপ্টার পাঠালেন কৃষক শ্বশুর
Next Article চাটমোহরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
এই সম্পর্কিত আরো খবর পড়ুন
Add A Comment