চাটমোহর প্রতিনিধি
‘শিক্ষকের কন্ঠস্বর,শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ এ প্রতিপাদ্য নিয়ে পাবনার চাটমোহরেও উদযাপিত হয়েছে বিশ^ শিক্ষক দিবস। এ উপলক্ষে গতকাল শনিবার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা দপ্তরের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় একটি র্যালী বের হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মগরেব আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন,সহকারি শিক্ষা অফিসার মোঃ কামরুল ইসলাম,মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সঞ্জু,চাটমোহর টেকনিক্যাল এন্ড বিএমআই’র অধ্যক্ষ মোঃ আঃ রহিম কালু,মাদ্রাসা অধ্যক্ষ মওলানা মোঃ আঃ সামাদ আজাদী,প্রধান শিক্ষক কাজী রবিউল ইসলাম,সিনিয়র শিক্ষক আবুল কালাম মুহাম্মদ নুর ই মোরতজা,প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানমুখি করার গুরুত্ব আরোপ করেন। তারা বলেন,শিক্ষকরা আজ নানাভাবে লাঞ্ছিত,শিক্ষকদের মর্যাদা সমুন্নত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা দরকার।