পাবনায় অনুষ্ঠিত হয়েছে “পন্যের গুনগত মান নিশ্চিত করনে বিএসটিআইর স্মার্ট মনিটরিং এবং ভিটামিন-এ সমৃদ্ধ ভোজ্য তেল ব্যবহারে সচেতনতা বৃদ্ধি” শীর্ষক কর্মশালা। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিএসটিআইর মহাপরিচালক এস এম ফেরদৌস আলম। জেলা প্রশাসক মো: মফিজুল ইসলামের সভাপতিত্বে এ কর্মশালায় বক্তব্য দেন বিএসটিআইর পরিচালক নুরুল আমিন, বিএসটিআইর উপ-পরিচালক এস এম আবু সাইদ, বিএসটিআইর উপ-পরিচালক ইশরাদ জেরিন, অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মাহফুজ হোসেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক ড. জামাল উদ্দিন, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, মেডিক্যাল অফিসার ডা. জাহিদ কামাল। এছাড়া উপস্থিত ছিলেন অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পক্ষে এজিএম প্রডাকশন জয়ন্ত কুমার পাল, সিনিয়র ম্যানেজার কোয়ালিটি অপারেশন মোহাম্মদ জুনাইদ, স্কয়ার ফুড এন্ড বেভারেজ এর পক্ষে এজিএম-প্রডাক্ট ডেভেলপমেন্ট মো: আরিফুল ইসলাম, সিনিয়র ম্যানেজার কোয়ালিটি এসুরেন্স মোহাম্মদ শেহাব সহ চেম্বার অব কমার্স ও অন্যান্য শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ। এসময় পন্যের গুনগত মান নিয়ন্ত্রন সহ বিএসটিআইর সার্বিক কার্যক্রমের উপর একটি তথ্য প্রমান্য চিত্র প্রদর্শন এবং প্রেজেন্টেশন দেয়া হয়।