পাবনায় বাস মিনিবাস ও কোচ মালিক সমিতির গঠিত নতুন কমিটির পরিচিতি সভাসহ সংগঠন নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (০২ সেপ্টম্বর) দুপুরে পাবনা প্রেসক্লাব হল রুমে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে পাবনা বাস মিনিবাস ও কোচ মালিক সমিতির সদস্যরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সাধারন সম্পাদক নিউ সোহাগ পরিবহনের মালিক মোঃ রেহানুল ইসলাম বুলাল। তিনি বলেন, সম্প্রতি বিএনপি নেতা কর্তৃক বাস মালিক সমিতি দখল নিয়ে বিভিন্ন পত্র পত্রিকা ও অনলাইনে সংবাদ প্রকাশ করা হয়েছে। একটি পক্ষ নিয়ম বহির্ভূত ভাবে গঠনতন্ত্র অমান্য করে জোরপূর্বক সংগঠনের পদ দখল করে ছিলো।
গত ২৩ আগস্ট বাস মালিক সমিতির সকল সদস্যদের উপস্থিতে গঠনতন্ত্র অনুসারে আইনগতভাবে ‘কন্ঠ ভোটে’ নতুন কমিটি গঠন করা হয়েছে। নির্বাচিত এই নতুন কমিটির অনুলিপি পরিচালক ও রেজিষ্টার ট্রেড ইউনিয়ন সহ বিভাগীয় শ্রম দপ্তরে দাখিল করা হয়েছে। শ্রম দপ্তর কর্তৃক মিথ্যা তথ্য দিয়ে একটি চক্র সংগঠনের নেতা হিসাবে এখনো যারা দাবি করেছেন তারা বৈধ নয়। বর্তমানে সংগঠনটির পরিষদ গঠনে কোন রাজনৈতিক দলের হস্তক্ষেপ করা হয়নি।
গত ৩১ আগস্ট কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের জন্য দিন ধার্য করেছিলেন। নির্বাচনের তফসিল মোতাবেক মনোনয়ন পত্র বিতরণ ও গ্রহণ করে সেটি যাচাই বাছাই করে ৭ টি মনোনয়ন বৈধ হিসাবে গণ্য হয়। নির্বাচনী তফসিল মোতাবেক বৈধ মনোনয়ন পত্র দাখিলকারী প্রার্থীগণের মধ্যে ৩ বছরের জন্য বিনা প্রতিদ্ব›িদ্বতায় কার্যনির্বাহী পরিষদ গঠিত করা হয়েছে। এই সংগঠনের কমিটি গঠন সম্পর্ণ নিয়ম মেনে আইন অনুসরণ করেই করা হয়েছে বলে জানানো হয়।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সংগঠনের সাধারন সম্পাদক আরো বলেন, এখানে জেলার সকল বাস মালিকদের উপস্থিতে কমিটি গঠন করা হয়েছে। সরকারে রেজিষ্ট্রেশন ভুক্ত পাবনা জেলা বাস মিনিবাস ও কোচ মালিক সমিতি নিয়ে যারা ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে নিন্দা জানানো হয়। একই সাথে মিথ্যা তথ্য দিয়ে যারা সংবাদ পরিবেশ করাচ্ছেন তারা সংগঠনের কেউনা। তাই এই সংগঠন নিয়ে সংবাদ পরিবেশনের সময় সকল সংবাদ কর্মী ভাইদের সঠিক তথ্য উপাত্ত নিয়ে সংবাদ পরিবেশের অনুরোধ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগনের সভাপতি মোঃ সেলিম, সহ-সভাপতি মোঃ মহসিন মল্লিক, যুগ্ন সম্পাদক মোঃ ওমর ফারুক শরিফ, অর্থ সম্পাদক মোঃ মোকারম হোসেন রাজা, সড়ক সম্পাদক মোঃ তারিক হাসান, সদস্য মোঃ তৌহিদুল ইসলাম প্রমুখ।
পাবনায় বাস মিনিবাস ও কোচ মালিক সমিতির নতুন কমিটির পরিচিতি সভা ও সংবাদ সম্মেলন
পাবনা সদর
2 Mins Read
Previous Articleপাবনা থেকে ৮ বছর ধরে ঘুম হওয়া গাফ্ফারের অপেক্ষায় পরিবার!
এই সম্পর্কিত আরো খবর পড়ুন
Add A Comment