রফিকুল ইসলাম সুইট : পাবনায় প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচারে মহিলা সমাবেশের অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা তথ্য অফিসের উদ্যোগে গণযোগাযোগ অধিদপ্তরের “প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার” প্রকল্পের আওতায় ফরিদপুর উপজেলার বনওয়ারীনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মহিলা সমাবেশের অনুষ্ঠিত হয়।
সিনিয়র তথ্য অফিসার মোঃ সামিউল আলম -এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, ফরিদপুর মোছাঃ শিরিন সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর উপজেলা শিক্ষা অফিসার খ. ম. জাহাঙ্গীর হোসেন এবং ফরিদপুর ইউআরসি ’র ইন্সট্রাক্টর মোঃ আব্দুল গফুর।
প্রধান অতিথি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড এবং সেবাসমূহ তুলে ধরেন এবং এ সকল সেবাসমূহ গ্রহণের মাধ্যমে নিজেদের ভাগ্য উন্নয়নের পাশাপাশি রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখার আহবান জানান। এছাড়াও তিনি উপস্থিত সকল নারীদেরকে তাদের সন্তানদের সামাজিক ও নৈতিক শিক্ষা দেয়ার উপরও বিশেষ গুরুত্ব আরোপ করেন। প্রধান অতিথি সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ গৃহীত সকল সেবা গ্রহণের মধ্যদিয়ে নিজেদের ভাগ্য উন্নয়নের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নে সামিল হওয়ার জন্য সকলকে আহবান জানান। বিশেষ করে তিনি সর্বজনীন পেনশন স্ক্রীম কি এবং কেন তা তুলে ধরেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাবনা জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোঃ কবির উদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন বনওয়ারীনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাড. এস. এম. জামিউল এহসান, প্রধান শিক্ষক এস. এম. আব্দুর রব। অনুষ্ঠানে শিক্ষক, অভিবাবকসহ বিভিন্ন শ্রেণীপেশার প্রায় দুই শতাধিক নারী উপস্থিত ছিলেন।
পাবনা জেলা তথ্য অফিসের উদ্যোগে ফরিদপুরে মহিলা সমাবেশ অনুষ্ঠিত
পাবনা সদর
2 Mins Read
Previous Articleসুজানগর উপজেলা পরিষদের চেয়ার্যান পদে আব্দুল ওহাব বিজয়ী
Next Article ঈশ্বরদীতে পুকুর খনন করতে গিয়ে গ্রেনেড উদ্ধার
এই সম্পর্কিত আরো খবর পড়ুন
Add A Comment