চাটমোহর প্রতিনিধি
পাবনার চাটমোহরে উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে নির্ধারিত সময়ের আগেই মাইকে নির্বাচনী প্রচার শুরু করায় ভাইস চেয়ারম্যান পদের এক প্রার্থীর প্রচার মাইক জব্দ করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। একইসাথে প্রার্থীকে সতর্ক করা হয়েছে।
মঙ্গলবার (৭ মে) সকাল সাড়ে ১১টার দিকে চাটমোহর পৌরসভার পুরাতন বাজার এলাকা থেকে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হুমায়ুন কবিরের তালা প্রতীকের প্রচারের সময় অটোভ্যানসহ প্রচার মাইক আটক করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শাকিল। জানা গেছে,তালা প্রতীকের প্রার্থী হুমায়ুন কবিরের পক্ষে সকাল থেকে অটোভ্যানযোগে ভ্যানচালক ও দুই শিশু রেকর্ড করা প্রচারনা শুরু করে। চাটমোহর পৌর এলাকায় প্রচার কাজ করার সময় সংবাদ পেয়ে অটোভ্যানসহ প্রচার মাইক আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে প্রচার মাইকের ইউনিট,ব্যাটারী,হর্ণ জব্দ করা হয়।
এ ব্যাপারে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিম জানান,মুচলেকা নিয়ে অটোভ্যানসহ প্রচার মাইক ছেড়ে দেওয়া হয়েছে। কারণ মাইকটা তো প্রার্থীর নিজের না। এ ব্যাপারে প্রার্থীকে সতর্ক করা হয়েছে।