আটঘরিয়া প্রতিনিধি: আসন তৃতীয় ধাপের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আটঘরিয়া উপজেলা পরিষদের ১৬ জন মনোনয়ন পত্র দাখিল করলে রবিবার (৫ মে) সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন। আগামী ১৩ মে প্রতীক বরাদ্দ এবং ২৯ মে এ উপজেলায় ভোটগ্রহণ হবে।
উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলে তা বৈধ ঘোষণা করা হয়।
বৈধ চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মো: তানভীর ইসলাম, চাঁদভা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চাঁদভা ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম কামাল, গত উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার পরাজিত পার্থী ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ মোবারক হোসেন পান্না। অন্য কোন দলের পার্থীনা থাকায় আওয়ামী লীগের উল্লেখিত ৩ নেতার মধ্যে প্রতিযোগীতা হবে। তবে জনমত জরিপে দেখা যায় তানভীর ও কামালের মধ্যে দ্বিমুখী লড়াইয়ে তানভীরের পাল্লা ভারি।
অপরদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মোঃ ইকবাল হোসেন শেখ, আজিজুল গাফফার, মুহিদুল ইসলাম, ইউনুছ আলী, শামীম সরদার।
এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার তহুরা, উম্মে কুলসুম আরা বিউটি, পামেলা খাতুন, রাশিদা পারভীন, সামেলা খাতুন, নিলা আক্তার, আসমা খাতুন, রুনা খাতুনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন।