চাটমোহর প্রতিনিধি
দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক ও চাটমোহর উপজেলার সাবেক নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মিজানুর রহমানের চাটমোহর আগমণ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল হালিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন,দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন,পাবনা জেলা প্রশাসক মু.আসাদুজ্জামান। সভায় বক্তব্য দেন,উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুমবিল্লাহ,থানার ইন্সপেক্টর (তদন্ত) নয়ন কুমার সরকার,পাশর্^ডাঙ্গা ইউপি চেয়ারম্যান মোঃ আজাহার আলী,প্রেসক্লাবের আহবায়ক রকিবুর রহমান টুকুন ও প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল।
মতবিনিময় সভায় মহাপরিচালক মিজানুর রহমান চাটমোহর তাঁর চাকুরিকালনি সময়ের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন। তিনি বলেন,সারা জীবন সততার সাথে চলার চেষ্টা করছি। চাটমোহরের জন্য কিছু করতে পারলে,আমার ভালো লাগবে। সভায় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ রেজাউল করিম,সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল,উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ,প্রাণি সম্পাদক কর্মকর্তা স্বপন কুমার সরকার,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আঃ মতিন,বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,সরকারি কর্মকর্তা,সাংবাদিক উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে মোঃ মিজানুর রহমান তাঁর নিজ হাতে গড়ে তোলা উপজেলার বোঁথর গ্রামে শেহরোজ জামে মসজিদে পবিত্র জুমআ’র নামাজ আদায় করেন এবং সেখানকার মানুষের সাথে কুশল বিনিময় করেন।