আব্দুস সাত্তার মিয়া: তৃতীয় ধাপে পাবনার আটঘরিয়া উপজেলা উপজেলা পরিষদ নির্বাচনে পূর্ব ঘোষিত তফসিল অনুযায়ী বৃহস্পতিবার (২ মে) মনোনয়নপত্র দাখিল করা হয়।
চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৩ জন এবং ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এখানে ২৯ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ তানভীর ইসলাম, এখানকার চাঁদভা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম কামাল এবং গত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের পরাজিত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোবারক হোসেন। উল্লেখ্য চাঁদভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম কামাল গত ৩০ এপ্রিল তার পদ থেকে পদ থেকে পদত্যগ করায় ঐদিনই চাঁদভা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদ শুন্য ঘোষণা করা হয়।
অপরদিকে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়ন দাখিলকারীরা হলেন উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল গাফফার, ইউসুফ আলী প্রামানিক, মহিদুল ইসলাম, শামীম সরকার ও ইকবাল হোসেন।
অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন পামেলা খাতুন, তাহমিনা সুলতানা, নীলা খাতুন, রাশিদা পারভীন, সামেলা খাতুন, আসমা খাতুন ও রুনা আক্তার।
উল্লেখ্য, পাবনা জেলার আটঘরিয়া, ঈশ্বরদী ও পাবনা সদর এই তিন উপজেলা পরিষদ নির্বাচন এক একসঙ্গে ইভিএমে ২৯ মে অনুষ্ঠিত হবে। তৃতীয় ধাপের নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিন ২ মে, যাচাই-বাছাই ৫ মে, আপিলের সুযোগ ৬ থেকে ৮ মে, আপিল নিষ্পত্তি ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১২ মে, প্রতিক বরাদ্দ ১৩ মে এবং ভোটগ্রহণ ২৯ মে। আটঘরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে তানভীর ও কামালের মধ্যে দ্বিমুখী লড়াই হবে।