চার দফা দাবিতে পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের মানববন্ধন অনুষ্ঠিত। মানববন্ধন শেষে পাবনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর দাবি সম্বলিত স্মারক লিপি প্রদান করেন শ্রমিকরা।
রোববার (২১ এপ্রিল) বেলা ১১ টায় পাবনা জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন বিড়ি শ্রমিকরা।
মানববন্ধনে বিড়ি শ্রমিকরা বলেন, বঙ্গবন্ধুর আমলে বিড়ি শিল্পে কোন শুল্ক ছিলনা, তাই আগামী বাজেটে বিড়ির শুল্ক প্রত্যাহার, অগ্রিম আয়কর প্রত্যাহার, বিদেশী কোম্পানির নিম্নস্তরের সিগারেট বন্ধ এবং বিড়ি শিল্পে নিয়োজিত শ্রমিকদের মজুরী বৃদ্ধির দাবি জানান তারা।
পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সভাপতি হারিক হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিনউদ্দিন বিএসসি, সহ-সভাপতি নাজিমউদ্দিন, সাধারণ সম্পাদক শামীম ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আব্দুলগফুর, আবুল হাসনাত লাভলু, আনোয়র হোসেন, রাণীখাতুন, সহ-সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান, প্রমুখ।